ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

চট্টগ্রাম: স্ত্রী হত্যার দায়ে মো.সামশুল হক নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।  একই রায়ে আদালত বর্তমানে পলাতক থাকা এই আসামিকে ‍৫ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো.রহুল আমিন এই রায় দিয়েছেন।

দন্ডিত সামশুল ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোতাহের মিয়ার ছেলে।

 

১৭ বছর আগে হত্যাকান্ডের সময় সামশুল স্ত্রী কোহিনূর আক্তারকে নিয়ে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপোতে টেক্সটাইল সংলগ্ন জনৈক নাসিরের সেমিপাকা ঘরে ভাড়া থাকত।

বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি ‍অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, দাম্পত্য কলহের জের ধরে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে সামশুল।

  এরপর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।   পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

হত্যাকান্ডের ঘটনায় কোহিনূরের বাবা দারু মিয়া বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।  ২০০২ সালের ১০ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা এস আই নূরুল ইসলাম আকন্দ অভিযোগপত্র দাখিল করেন।

২০০৩ সালের ২১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।   রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনকে আদালতে উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।