ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহাসড়কে মাইক্রোবাস উল্টে আহত ৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
মহাসড়কে মাইক্রোবাস উল্টে আহত ৪

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে ৪ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, আরিফ হোসেন, মনির, কবির ও মাহবুবুর রহমান।

 

তারা সবাই গাজীপুরের বাসিন্দা হিসেবে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে তথ্য আছে।    

মাইক্রোবাসটি (ঢাকামেট্রো-ঘ-১৩-৯৫১১) গাজীপুর থেকে চট্টগ্রামে যাচ্ছিল।

 

নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিকভাবে উল্টে যাবার খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে যায়।   এসময় দ্রুত আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে বাংলানিউজকে জানান চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।