ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

চট্টগ্রাম: কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আরমান (১৮)। তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার খান বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

অন্যদিকে মোটরসাইকেল নিয়ে আরমান দোহাজারী থেকে ফিরছিল। এসময় মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী দুজনেই আহত হন।
এর মধ্যে আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যান। অন্যজনকে বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আরমানের বাড়ি পটিয়ার শোভনদণ্ডীতে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭

টিএইচ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad