ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আলু ৮ টাকা, মুলার চাহিদা নেই

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আলু ৮ টাকা, মুলার চাহিদা নেই ‌‌আলু ৮ টাকা, মুলার চাহিদা নেই। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রংপুরের গোলাকৃতির গেনেলা আলু প্রতিকেজি আট টাকা। জয়পুরহাটের আলু সাড়ে আট টাকা। রিয়াজউদ্দিন বাজারের সবজির আড়তে শুক্রবারের (২০ জানুয়ারি) চিত্র এটি।

বাগদাদ বাণিজ্যালয়ের মালিক আবদুর রহিম চৌধুরী বাংলানিউজকে বলেন, দিনাজপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও থেকে ১৫ টন আলু আনতে ট্রাকভাড়া দিতে হচ্ছে ৩৬-৩৯ হাজার টাকা। ছয় টাকায় কেনা আলু আট টাকায় বিক্রি করতে হচ্ছে।

লাভ দূরে থাক খরচই উঠছে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনকার আলুর যে মান তা ৫২-৫৫ দিন, সর্বোচ্চ ৬০ দিন রাখা যাবে।

এরপর ফেটে যাবে। আলুর জাতগুলো যদি উন্নত হতো তবে চাষিরা যেমন লাভবান হতেন তেমনি ব্যবসায়ী ও ভোক্তারা সুফল পেতেন।

তবে মুন্সিগঞ্জের আলুই বাজারের সেরা দাবি করে তিনি বলেন, মুন্সিগঞ্জের ডায়মন্ড আলু চট্টগ্রামের বাজারে খুব বেশি আসেনি। বৃহস্পতিবার এ ধরনের আলু বিক্রি হয়েছে সাড়ে ১২ টাকা পর্যন্ত।

ময়নামতি ট্রেডার্সে দিনাজপুরের লতিতা আলু বিক্রি হচ্ছে সাড়ে আট টাকায়। বগুড়া-রাজশাহীর লাল দেশি আলু বিক্রি হচ্ছে ১৬ টাকায়।

একজন আড়তদার জানালেন, খুচরা বিক্রেতা ছাড়াও বিভিন্ন হোটেল মালিক, পিকনিক পার্টি বা বড় আয়োজনের জন্য ক্রেতারা আড়ত থেকে পাইকারি দামে আলু কিনছেন। ৬০-৭০ কেজির এক বস্তা আলু কিনতে হলে আড়তদারকে ১০ টাকা কমিশন, শ্রমিকদের ২৫ টাকা দিতে হয়।  

মেসার্স আলভী ট্রেডার্সে ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকা, মুলা মানভেদে ২-৭ টাকা, বেগুন ১৮ টাকা। আড়তদার বললেন, মুলার সরবরাহ বেশি হলেও খুচরা বিক্রেতারা নিতে চাইছেন না।

চিশতিয়া ট্রেডার্সে চকরিয়ার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৭ টাকা। সাকিব ট্রেডার্সে বাঁধাকপি ৪ টাকা, ময়নামতি বাণিজ্যালয়ে সাড়ে তিন টাকা। জমজম ট্রেডার্সে শিম বিক্রি হচ্ছে ১৩ টাকা, পেঁপে ১০ টাকা, বেগুন ১৫ টাকা।

আড়তে চাঁদপুরের হাজীগঞ্জের মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে মান-আকার ভেদে ৫-১০ টাকা। সুরমা বাণিজ্যালয়ে সাতক্ষীরা সীমান্ত এলাকার পাকা (পরিপক্ব) মিষ্টকুমড়া ১৩-১৪ টাকা বিক্রি হচ্ছে।   

এদিকে, নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজারে প্রতি কেজি লাক্ষা মাছ (কাটা) বিক্রি হচ্ছে ২ ‍হাজার টাকা, কোরাল দেড় হাজার টাকা। গরুর মাংস হাড় ছাড়া ৫৫০ টাকা, হাড়সহ ৪৫০ টাকা।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।