ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তারুণ্যের উচ্ছ্বাসের সমাবর্তনে আসছেন কবি নুরুল হুদা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
তারুণ্যের উচ্ছ্বাসের সমাবর্তনে আসছেন কবি নুরুল হুদা

চট্টগ্রাম: বাচিক শিল্পচর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ত্রয়োদশ সমাবর্তন শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। নগরীর প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কবি মুহম্মদ নুরুল হুদা।

সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাশকুর এ সাত্তার কল্লোল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, দৃষ্টি’র সভাপতি মাসুদ বকুল।

তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

আবৃত্তি পরিবেশন করবেন পিয়া দাশ, পারমিতা রায়, অমৃতা রায়, মৌ দত্ত, মৃত্তিকা ধর, রত্না চৌধুরী, সাইফুল ইসলাম জীবন, তনয় রাজ মজুমদার, পায়েল বড়ুয়া, তন্বী বড়ুয়া, রিগ্যান দেবনাথ, জয়তু নন্দী, প্রমিজ বড়ুয়া, নবকৃষ্ণ রুদ্র, চৈতী পাল, কাঁকন আইচ, সেতু দাশগুপ্ত, ফাইজা ফারহাদ, মেঘদীপা হালদার, তনুশ্রী সেন, অমৃতা দেব, উচ্ছ্বাস সেন, মালবিনা মুবাররাত, দেবাশীষ চক্রবর্তী।

একুশে পদকপ্রাপ্ত কবি মুহম্মদ নুরুল হুদার কবিতা আবৃত্তি পরিবেশন করবেন শ্রাবণী দাশগুপ্তা, সেজুঁতি দে, সুস্মিতা দত্ত, ইমাম হোসাইন, আরমান হাফিজ।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭

এসবি/আইএস/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।