ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঝালবিতানকে ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ঝালবিতানকে ৫০ হাজার টাকা জরিমানা শাহজী ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন

চট্টগ্রাম: নালার সঙ্গে রান্নাঘর, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল তেলে খাদ্যপণ্য তৈরির দায়ে নগরীর সিঅ্যান্ডবি মোড়ের ঝাল বিতানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বাংলানিউজকে বলেন, এমন নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল না দেখলে বিশ্বাস করাটাই কষ্টের।

এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

একই অভিযানে চসিকের ট্রেড লাইসেন্স নবায়ন না করা ও সেবা প্রদানের মূল্য তালিকা না থাকায় সিটি করপোরেশন আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ মূলে শাহজী ডায়াগনস্টিক সেন্টার (প্রা.) লিমিটেডকে ১০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার করার অপরাধে ফ্রেশ কেন্ডিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ভারী শিল্প এলাকার আজিম মান্নান গার্মেন্টসের রোড থেকে ইউনিলিভার পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও নালার ওপর অবৈধভাবে বসানো শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত ও নালা অবৈধ দখলমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad