ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর কর্মকর্তাকে মারধরের মামলায় কারাগারে আ’লীগ নেতা ইলিয়াস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বন্দর কর্মকর্তাকে মারধরের মামলায় কারাগারে আ’লীগ নেতা ইলিয়াস আ’লীগ নেতা রোটারিয়ান মো. ইলিয়াস

চট্টগ্রাম: অফিসে গিয়ে চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তাকে মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা রোটারিয়ান মো. ইলিয়াসের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ নির্দেশ দেন।

এ বিষয়ে এডভোকেট নাসির উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, বন্দর কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জামিনে ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান মো. ইলিয়াস।

নির্ধারিত দিনে মামলার হাজিরা দিতে আদালতে আসলে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর কাজ না দেওয়ায় অজুহাতে অস্ত্র-শস্ত্রসহ ২০ থেকে ২৫ জন লোক নিয়ে অফিসে গিয়ে বন্দরের মেরিন ওয়ার্কশপের ডেপুটি ইঞ্জিনিয়ার এমদাদুল হকের ওপর হামলা চালান আওয়ামী লীগ নেতা ইলিয়াস।

 

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

**অফিসে গিয়ে বন্দর কর্মকর্তার উপর আ’লীগ নেতার হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।