ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০ হাজার টাকা জরিমানা করল চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
৫০ হাজার টাকা জরিমানা করল চসিক

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার অভিযানে নেতৃত্ব দেন।      

চসিক সূত্রে জানা গেছে, অভিযানে কোতোয়ালি মোড়ের কবি নজরুল ইসলাম সড়কের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় এএস মেডিকোর উজ্জ্বল দত্তকে ২ হাজার টাকা, কোতোয়ালি কেন্ডি’র যিশু দাশকে ২ হাজার টাকা, মিঠুন নন্দীকে ২ হাজার টাকা, রঞ্জিতকে ২ হাজার টাকা, বনফুলের ওবায়দুল ফরহাদকে ৫ হাজার টাকা, মিঠাইর নুরুজ্জামানকে ৫ হাজার টাকা, মোজাম্মেল হককে ২ হাজার টাকা, সিপি ফাইভস্টারের আবদুর রহিমকে ২ হাজার টাকা, আরএস টেলিকমের জানে আলমকে ১ হাজার টাকা, মেসার্স বড়ুয়া ডিজিটাল স্টুডিওর মালিক প্রদীপ কুমার বড়ুয়াকে ১ হাজার টাকা, মডার্ন ফেন্সি কর্নারের মালিক প্রদীপ দেকে ২ হাজার টাকা, স্বর্ণালী জুয়েলার্সের মালিক কাঞ্চন আইচকে ৩ হাজার টাকা, শাহ জালাল বিরিয়ানি প্যারাডাইসের রাইহান নেওয়াজকে ২ হাজার টাকা, মিরাজ ফুডকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দায়ে শহীদ সোহরাওয়ার্দী রোডের হোটেল শাহেন শাহ মদিনার মালিক গুরা মিয়াকে ১০ হাজার টাকা, নিউ সাতকানিয়া ভাতঘরের মালিক সাদ্দাম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চসিকের স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।