ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ পার্কিং ও ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
অবৈধ পার্কিং ও ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন যূথিকা সরকার

চট্টগ্রাম: নগরীর বিভিন্ন স্থানে সড়কের ওপর অবৈধ পার্কিং, পণ্যসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ১ লাখ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ জানুয়ারি) চসিকের ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন ও যূথিকা সরকার অভিযানে নেতৃত্ব দেন।     

যূথিকা সরকারের নেতৃত্বে অভিযানে ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে বন্দর থানাধীন পোর্ট কানেকটিং রোডের নিমতলা থেকে বড়পোল পর্যন্ত রাস্তার উভয় পাশে অবৈধভাবে লরি গাড়ি, বাস, ট্রাকের অবৈধ পার্কিং, বাঁশ ও কাঠের স্তূপ ফুটপাত ও নালার ওপর রেখে সাধারণ মানুষ ও পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মিনহাজ উদ্দিনকে ১০ হাজার টাকা, গাড়ির ড্রাইভার রবি দেবনাথকে ৫০০ টাকা, মিজানুর রহমানকে ৫০০ টাকা, নুরুল ইসলামকে ২ হাজার টাকা, শামীমকে ৫০০ টাকা, মোশারফকে ২ হাজার টাকা, রুবেলকে ২ হাজার টাকা, রুবেল উদ্দিনকে ১ হাজার টাকা, মিজানকে ২ হাজার টাকা, কাঠের স্তূপ রাখায় আনিশা কাঠ বিতানের মালিক মাহবুবকে ৩০ হাজার টাকা, গাউছিয়া কাঠ বিতানের মালিক আজগর আলীকে ১০ হাজার টাকা, মেসার্স আকবর আলী কাঠের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সনজিদা শরমিনের নেতৃত্বে পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকায় সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে মান্নন স্টোরকে ৫ হাজার টাকা, নুর নাহার টেইলার্সকে ১ হাজার টাকা, ফলের দোকানের প্রবেশ শীলকে ১ হাজার টাকা, বহদ্দারহাট হক মার্কেটের জিকে পাদুকা বিতানকে ৫ হাজার টাকা, আফরিন সু স্টোরকে ৫ হাজার টাকা, আম্বিয়া সুস্টোরকে ৫ হাজার টাকা,  জেরিন সুজকে ৩ হাজার টাকা, চিটাগাং ফ্যাশনকে ২ হাজার টাকা, জাফর ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না করায় মনোয়ার সু হাউসকে ৫০০ টাকা, লিজা স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়া নবায়ন না করা ট্রেড লাইসেন্স মোবাইল কোর্টের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে বকেয়া পরিশোধ করে হালনাগাদ করায় খতিবের হাটের চৌধুরী মেডিকেল হলকে ২০০ টাকা, হলি টেক্সটাইলকে ২০০ টাকা, কেবি জুয়েলারিকে ২০০ টাকা, বহদ্দারহাট হক মার্কেটের রাজধানী সু’কে ২০০ টাকা ও আল আইমান স্টোরকে ২০০ টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।