ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা পিছিয়ে কাস্টম

মো.মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা পিছিয়ে কাস্টম

চট্টগ্রাম: চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসকে ১৮ হাজার ১৩৯ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১৭ হাজার ১০৯ কোটি ৯৯ লাখ টাকা। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৯ কোটি ৫৪ লাখ টাকা কম।

সংশ্লিষ্টরা বলছেন, কাস্টম কর্তৃপক্ষের নজরদারির অভাব, জালিয়াতি রোধ করতে না পারা, কাস্টম কর্মকর্তাদের ঘুষের প্রতি আগ্রহ এবং রাজস্ব আদায়ে অনীহার কারণে ঘাটতি পূরণ সম্ভব হচ্ছে না।

তবে কাস্টম কর্মকর্তারা বলছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় না হলেও গত অর্থ বছরের একই সময়ের তুলনায় (জুলাই-ডিসেম্বর) প্রবৃদ্ধি বেড়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ।

যা আশাব্যঞ্জক।

কাস্টম সূত্রে জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৯৭ শতাংশ।

অন্যদিকে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসের প্রবৃদ্ধি ১৮ দশমিক ৫১ শতাংশ। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ বেশি।

কাস্টম কর্মকর্তারা বলছেন, আমদানি বৃদ্ধি, নিবিড়ভাবে রিস্ক ম্যানেজম্যান্ট কার্যক্রম পরিচালনা এবং পিসিএ কার্যক্রম জোরদারের কারণে প্রবৃদ্ধি বেড়েছে।

চট্টগ্রাম কাস্টমের যুগ্ম কমিশনার রেজাউল হক আশা করছেন বছর শেষে এ প্রবৃদ্ধি ২০ শতাংশ ছাড়িয়ে যাবে। তিনি বাংলানিউজকে বলেন, সাধারণত বছরের শুরুর দিকে ঘাটতি থাকলেও শেষের দিকে পূরণ হয়ে যায়। আশা করছি চলতি অর্থ বছরেও ঘাটতি পূরণ হবে।

তিনি বলেন, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসের যে প্রবৃদ্ধি তা বিগত পাঁচ অর্থ বছরের প্রথম ছয় মাসের প্রবৃদ্ধির মধ্যে রেকর্ড। বিগত সময়ে এ প্রবৃদ্ধি কখনো ২০ শতাংশ ছাড়িয়ে যায়নি।

কাস্টম সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ২ হাজার ৩৪০ কোটি ৮৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ হাজার ৩২৩ কোটি ৪৯ লাখ টাকা। আগস্টে ২ হাজার ৯৬৮ কোটি ৩৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩ হাজার কোটি ৯০ লাখ টাকা।

সেপ্টেম্বরে ৩ হাজার ২৮৯ কোটি ৯৭ লাখ টাকার বিপরীতে ২ হাজার ৪৭৮ কোটি ৭৭ লাখ, অক্টোবরে ৩ হাজার ৫৮ কোটি ৪০ লাখ টাকার বিপরীতে ২ হাজার ৮২৫ কোটি ২০ লাখ, নভেম্বরে ৩ হাজার ৮৩ কোটি ৮ লাখ টাকার বিপরীতে ৩ হাজার ২৫৬ কোটি ৬৫ লাখ, ডিসেম্বরে ৩ হাজার ৩৯৮ কোটি টাকার বিপরীতে ৩ হাজার ২২৪ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।