ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোস্টগার্ডের বহরে দুই জাহাজ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কোস্টগার্ডের বহরে দুই জাহাজ

চট্টগ্রাম: কোস্টগার্ডের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক জাহাজ।

ইতালি থেকে কেনা দুটি ফ্রিগেড (জাহাজ) বুধবার সকাল ১০টায় নগরীর পতেঙ্গায় কোস্টগার্ডের বার্থে এসে পৌঁছাবে।

২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি কোস্টগার্ডের জন্য চারটি জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করে।  এরপর ইতালি থেকে ৯৬৩ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা হয়েছে।

 

এর মধ্যে প্রথম ধাপে আসা দুটি জাহাজকে কোস্টগার্ডের পূর্ব জোনে সংযুক্ত করা হয়েছে।

দুটি জাহাজ সংযুক্ত হওয়ার ফলে কোস্টগার্ডের নৌবহর আরও শক্তিশালী হবে বলে আশা করছেন পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬ 

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।