ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে আটক মালেশিয়াগামীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে আটক মালেশিয়াগামীদের ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: অবৈধ পথে মালেশিয়া পাচারের সময় বঙ্গোপসাগর থেকে আটক হওয়া ৬১৪ আরোহী ও ২১ মাঝিমাল্লাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।

আটক হওয়া ব্যক্তিদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বাংলার দুর্জয়।



মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে পতেঙ্গ‍া এলাকার ১৫ নম্বর ঘাটে জাহাজটি ভিড়বে বলে নৌবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।   পরে, নৌবাহিনীর এক সংবাদ সম্মেলন শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।


সোমবার বিকেল চারটার দিকে কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে মিয়ানমারের পতাকাবাহী একটি জাহাজসহ তাদের আটক করা হয়।

আটকরা বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। এদের মধ্যে ২০ জন নারী ও শিশু রয়েছে।   আটক মাঝিমাল্লারা সবাই থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক।

নৌবাহিনীর কর্মকর্তাদের ধারণা, আটক আরোহীদের বাংলাদেশ উপকূল থেকে বিভিন্ন ট্রলারে করে পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের পতাকাবাহী ওই জাহাজে তোলা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।