ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেল হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেল হামলা ছবি: ফাইল ফটো

চট্টগ্রাম: বাঁশখালীর পুইছড়ি এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান চৌধুরীর বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।  

 

সোমবার গভীর রাত তিনটার দিকে পর পর তিনটি ককটেল হামলা করা হয় বলে এরশাদুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন।

 

তিনি বলেন, গত ১৬ তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে এসেছিলাম।  সোমবার রাতে নিজ বাড়িতে ঘুমানোর সময় এ ককটেল হামলা হয়।

 তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

“ককটেল হামলার সঙ্গে সঙ্গে আমাদের ঘুম ভেঙ্গে যায়, উঠে দেখি ঘরের বেড়ায় আগুন ধরে গেছে, পরে তা নিভিয়ে ফেলি। ” বলেন তিনি।

 

এরশাদ জানান, গত পাঁচ জানুয়ারির নির্বাচনের পর থেকেই জামায়াত শিবির চক্র একাধিকবার তার ওপর হামলার চেষ্টা চালিয়েছে।  তারাই এ ককটেল হামলার সঙ্গে জড়িত।

 

ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান সকাল সোয়া ১১টায় বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, পরিদর্শন শেষ হলে এ বিষয়ে মন্তব্য করব।

 

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।