ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৫ বছর পেরিয়ে নান্দীমুখ

বিনোদন করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
২৫ বছর পেরিয়ে নান্দীমুখ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দীর্ঘ ২৫ বছরের নিরবিচ্ছিন্ন পথচলাকে স্মরণীয় করে রাখতে নাট্যদল নান্দীমুখ এক মিলন মেলার আয়োজন করে।  

রবিবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই মিলন মেলার আয়োজন করা হয়।


 
মিলন মেলা জমজমাট হয়ে ওঠে নাটক, কবিতা, হারানো দিনের গান পরিবেশনে। পুরানো সদস্যদের সম্মিলন, চায়ের কাপে ঝড় তুলে আড্ডা ও স্মৃতিচারণের মাধ্যমে নাট্যাঙ্গনে তাদের বর্ণীল যাত্রাকে স্মরণ করা হয়।


নান্দীমুখের পরিচালক অভিজিৎ সেনগুপ্ত বাংলানিউজকে জানান, ১৯৯০ সালের এই দিনে একদল উদ্যমী তরুণের প্রচেষ্টায় নাট্যচর্চাকে ব্রত হিসেবে গ্রহণ করে নান্দীমুখের জন্ম হয়। দীর্ঘ পথচলায় সেই চর্চার ফসলই আজকের প্রাপ্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দীমুখ নাট্যদলের সদস্য, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকেরা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।