ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় গণপিটুনিতে হত্যা মামলার আসামী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
রাঙ্গুনিয়ায় গণপিটুনিতে হত্যা মামলার আসামী নিহত

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় মাহবুবুল আলম(৩০) নামে এক হত্যা মামলার আসামী গণপিটুনিতে নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো একজন।

 

রোববার সন্ধ্যা ৭টার দিকে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে যায় মাহবুব ও আমীন। এসময় এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়।
পরে পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে মাহবুবকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।

ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মুসলেম উদ্দিন।

তিনি বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এসে ফের চাঁদাবাজিতে নামে হত্যা মামলার দুই আসামী। অস্ত্রসহ তাদের দেখে জনতা ধাওয়া দিয়ে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাহবুবকে মৃত ঘোষণা করে।

এসআই জানান, তারা দু’জনই একটি হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী। দীর্ঘদিন পালিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় আসে তারা।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।