ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১৯ কেজি গাঁজাসহ আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
চট্টগ্রামে ১৯ কেজি গাঁজাসহ আটক ১

চট্টগ্রাম: নগরীর বন্দর থানার কাস্টমস মোড় থেকে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে পুলিশ ওসমান আলী (২২) নামে ওই মাদক বিক্রেতাকে আটক করে।



অভিযানে নেতৃত্বদানকারী বন্দর থানার এস আই এনাম আহমেদ বাংলানিউজকে জানান, ওসমান গাঁজাগুলো নিয়ে কুমিল্লা থেকে অলংকার মোড়ে আসে। সেখান থেকে সিটিবাসে চড়ে সে কাস্টমস মোড়ে এসে নামে।


ওসমানের হাতে দু’টি চটের বস্তা ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসমানকে আটক করে বস্তা দু’টিতে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করে।

উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম এক লক্ষ ৯০ হাজার টাকা বলে এস আই এনাম আহমেদ জানান।

আটক ওসমান আলী পটিয়া উপজেলার খরনা গ্রামের ছগীর আহমদের ছেলে। বর্তমানে ওসমান ডবলমুরিং থানার ঝরনা পাড়া এলাকায় বসবাস করে বলে এস আই এনাম আহমেদ জানান।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।