ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
সীতাকুণ্ডে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।



বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ফৌজদারহাট বাজারের ইডেন পার্ক কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়িতরা স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের অনুসারী।
সংঘর্ষ চলাকালে এ দুই নেতাই মঞ্চে উপস্থিত ছিলেন বলে ‍জানা গেছে।

ছাত্রলীগ সূত্র জানায়, আলোচনা সভায় অতিথিরা উপস্থিত হওয়ার পর স্লোগান দেওয়া ও আসন দখল নিয়ে দু’গ্রুপের কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।   এসময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   তিনি বলেন, বিস্তারিত জানার পর এ বিষয়ে মন্তব্য করা যাবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।