ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চৌধুরী গ্রুপের এমডি’র বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
চৌধুরী গ্রুপের এমডি’র বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

চট্টগ্রাম: খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান চৌধুরী গ্রুপের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দায়ের হয়েছে। মামলায় চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীকে আসামি করা হয়েছে।



মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী আইন কর্মকর্তা রফিকুল ইসলাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরীর আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, রফিকুল ইসলাম চৌধুরী গ্রুপের কাছ থেকে তিন বছর আগে একটি হাউজিং প্লট কিনেন।
কিন্তু হস্তান্তরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও চৌধুরী গ্রুপ তাকে প্লট বুঝিয়ে না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন।

এসময় রফিকুল ইসলাম টাকা ফেরত চাইলে চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাকে ট্রাস্ট ব্যাংকের হালিশহর শাখার বিপরীতে একটি এক লক্ষ ২০ হাজার টাকার চেক দেন। আরও ৫০ হাজার টাকা পরবর্তীতে শোধ করবেন বলে জানায় চৌধুরী গ্রুপ।

সম্প্রতি চেকটি সিটি ব্যাংক আন্দরকিল্লা শাখায় জমা দিলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখাত হয়। এরপর দু’দফা লিগ্যাল নোটিশ দিয়েও কোন সাড়া না পেয়ে মঙ্গলবার রফিকুল ইসলাম ১৮৮১ সালের (সংশোধিত) দ্যা নেগোশিয়েশন এ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় আদালতে মামলাটি দায়ের করেন।

রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, চৌধুরী গ্রুপ আমাকে প্লট বুঝিয়ে দেয়ার কথা বলে আমার সঙ্গে প্রতারণা করেছে। এরপর টাকা ফেরত দেয়ার নামেও প্রতারণা করেছে। এজন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হয়েছি।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।