ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নোংরা পরিবেশে খাবার তৈরি

আন্দরকিল্লায় চৌরঙ্গী ও নীহারিকা রেস্তোঁরাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
আন্দরকিল্লায় চৌরঙ্গী ও নীহারিকা রেস্তোঁরাকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নগরীর আন্দরকিল্লা মোড়ের চৌরঙ্গী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও নীহারিকা হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

এসময় ফুটপাত থেকে ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়।

নাজিয়া শিরিন বাংলানিউজকে বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে চৌরঙ্গী হোটেলের মালিক মো. হেলাল উদ্দিনকে ৫হাজার টাকা ও নিহারীকা হোটেল মালিককে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।


“এছাড়া নগরের প্রধান বই বিপণিকেন্দ্র আন্দরকিল্লায় বিভিন্ন বইয়ের দোকানে নিষিদ্ধ গাইড ও নোটবই বিক্রি করতে দেখা গেছে। ব্যবসায়ীরা হাইকোর্টের আদেশ আছে বলেছেন। তাই তাদেরকে জরিমানা করা যায়নি। তবে তাদেরকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছি। ”

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।