ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়রের সঙ্গে বৈঠকে ব্যাটারি রিকশা চালক-মালিকরা, অবরোধ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
মেয়রের সঙ্গে বৈঠকে  ব্যাটারি রিকশা চালক-মালিকরা, অবরোধ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: লাইসেন্সের দাবিতে আন্দোলনরত ব্যাটারি রিকশা চালক-মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন সিটি মেয়র এম মনজুর আলম।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ বৈঠক শুরু হয়।



বৈঠকে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত, জাতীয় শ্রমিক লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিটি কাউন্সিলর গিয়াস উদ্দিন, চট্টগ্রাম রিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলক সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদারসহ চালক-মালিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এদিকে, একইসঙ্গে সিটি গেইট এলকায় চালক-মালিকদের সড়ক অবরোধ চলছে।
এতে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে তারা সড়ক অবরোধ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে কয়েকশ’ ব্যাটারি রিকশা চালক-মালিকরা কর্ণেল হাট এলাকার কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়।   পরে তারা সেখান থেকে একটি মিছিল নিয়ে সিটি গেইট এলাকার গোল্ডেন কন্টেইনার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভের একপর্যায়ে সড়কের ওপর  অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে তারা।

সমাবেশে বক্তার ‍বলেন, ব্যাটারি রিকশা গ্যারেজের জন্য সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দিয়েছে। কিন্তু ব্যাটারি রিক্সার জন্য লাইসেন্স দিচ্ছে না।   সিটি কর্পোরেশনের এ ধরণের সিদ্ধান্ত বৈষম্যমূলক।

তারা বলেন, ব্যাটারি রিকশা বন্ধ করে ৬০ হাজার মানুষের পেটে লাথি মারা হয়েছে। এর দায় সরকারকে নিতে হবে।

বক্তার হুশিয়ারি করেন, আগামীকাল (সোমবার) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের  সময় নির্ধারণ করা হয়েছে। বৈঠকে কোন সমাধান না পেলে পরদিন থেকে ‍লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হবে।

সমাবেশে চট্টগ্রাম রিকশা মালিক ফেডারেশনের সভাপতি সালামত আলীসহ চালক-মালিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্যাটারি চালিত রিকশা চালক-মালিকরা এ সড়ক অবরোধ করে। একইদিন মেয়রের বাসভবন ঘেরাওয়ের কথা ছিল।

আন্দোলনকারীদের একটি দল মেয়রের বাসভবনের অদূরে সড়কের উপর অবস্থান নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর  ৭, ২০১৪

** ব্যাটারি রিকশা চালক-মালিকদের সিটি গেইট অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।