ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ইউনাইটেডের উড়োজাহাজ বিকল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
শাহ আমানতে ইউনাইটেডের উড়োজাহাজ বিকল

চট্টগ্রাম: যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারছে না ইউনাইটেড এয়ারওয়েজের একটি উড়োজাহাজ।

বৃহস্পতিবার সকাল থেকে উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়েতে বিকল অবস্থায় পড়ে রয়েছে।



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনাইটেড এয়ারওয়েজের উড়োজাহাজটি সকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ সময় বিমানটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।


পরে দফায় দফায় চেষ্টা চালিয়েও উড়োজাহাজটি আর যাত্রা করতে পারেনি। এর ফলে কমপক্ষে তিন দফা উড়োজাহাজটির শিডিউলও পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ সন্ধ্যায় উড়োজাহাজটির শিডিউল বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম বাংলানিউজকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ইউনাইটেডের একটি উড়োজাহাজ সকাল থেকে রানওয়েতে পড়ে আছে। উড়োজাহাজটির শিডিউল কিংবা যাত্রীদের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।