ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আলকরণে ২১২ দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
আলকরণে ২১২ দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকায় ২১২ দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে ওয়ার্ড আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকালে স্থানীয় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়।



কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্তমান সরকার দারিদ্র বিমোচন বিপ্লবে নিরন্তর কাজ করে যাচ্ছে। উন্নয়ন ক্ষেত্রে এই সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনার কারণে দেশের দারিদ্র সীমা ৪০ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে।
সরকারের এই দারিদ্র বিমোচন বিপ্লবে জনগণকেও একাত্মতা ঘোষণা করতে হবে।

তিনি বলেন, পরিকল্পিত জীবন যাপনের মধ্য দিয়ে জনগণ নিজের ভাগ্য উন্নয়ন করতে পারে। সরকার সব ধরণের সহযোগিতার হাত জনগণের দিকে বাড়িয়ে দিয়েছে।

ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুর রহমানের অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।