ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে ডুবে যাচ্ছে ক্লিংকারবোঝাই লাইটার জাহাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
সন্দ্বীপে ডুবে যাচ্ছে ক্লিংকারবোঝাই লাইটার জাহাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সন্দ্বীপের অদূরে চরে আটকে সিমেন্ট ক্লিংকারবোঝাই এমভি রামি-সামি-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে যাচ্ছে। তবে জাহাজের ১৬ নাবিক নিরাপদে রয়েছেন।



জাহাজের মাস্টার মোহাম্মদ বজলু বাংলানিউজকে জানান, সন্দ্বীপের অদূরে চর নুরুল ইসলাম-১-এর কাছে রোববার দিবাগত রাত তিনটার দিকে লাইটার জাহাজটি আটকে যায়।

এতে সিমেন্টের ক্লিংকারবোঝাই জাহাজটি দুই টুকরা হয়ে কিছুটা ডুবে যায়।
তাঁরা ১৬ জন নাবিক একটি অংশে ছিলেন। পরে আরেকটি লাউটার জাহাজ তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।

জানা গেছে, ছোট জাহাজটি বন্দর থেকে ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। শনিবার সন্দ্বীপের চর নুরুল ইসলাম-১-এ আটকে যায়।

ওয়াটার ট্রান্সপোর্ট সেল’র নির্বাহি পরিচালক মাহবুব রশিদ বাংলানিউজকে বলেন, চরে আটকে জাহাজটি দুই টকুরা হয়ে একটি অংশ ডুবে যায়। অন্য অংশে থাকা বাকি ক্লিংকারগুলো আরেকটি লাইটারে তুলে নেওয়ার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।