ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্রেতা সেজে ১০০০ ইয়াবাসহ দু’জনকে আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
ক্রেতা সেজে ১০০০ ইয়াবাসহ দু’জনকে আটক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: ক্রেতা সেজে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় জামান হোটেলে ইয়াবাগুলো ক্রেতার কাছে সরবরাহের জন্য আসার পর তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্তাবধায়ক চৌধুরী ইমরুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

আটক হওয়া দু’জন হল, মো.রমিজ (২৩) ও মো.নূরুল আমিন (২৪)।


চৌধুরী ইমরুল হাসান বাংলানিউজকে বলেন, আটক দু’জনের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে। আমরা ইয়াবা কেনার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিক্রি করতে রাজি হন। তবে তিনদিন আমাদের বিভিন্ন স্থানে নিয়ে ঘোরানোর পর মঙ্গলবার বিকেলে ইয়াবা হস্তান্তর করেন। এরপর তাদের আটক করি।

এ ঘটনায় মামলা দায়েরের চেষ্টা চলছে বলে তত্তাবধায়ক ইমরুল হাসান জানান।

বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, আগস্ট ১৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।