ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অ্যারামিটের কারখানায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
অ্যারামিটের কারখানায় শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় অ্যারামিট গ্র্রুপের একটি ঢেউটিন কারখানায় কাজ করার সময় রোলারে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।



নিহতের নাম মো. আমির হোসেন (৪০)। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়।


চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলউদ্দিন বাংলানিউজকে জানান, কারখানায় কাজ করার সময় অসাবধনতাবশত আমির হোসেনের গায়ে মেশিনের ধাক্কা লাগে। এসময় তিনি দূরে ছিটকে গিয়ে একটি রোলারে চাপা পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে হাসপাতালে আনা হয়। বেলা সাড়ে ১২টার দিকে ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।