ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদাবাজি ও সংঘর্ষের মামলায় দুই যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
চাঁদাবাজি ও সংঘর্ষের মামলায় দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম: সন্দীপে চাঁদাবাজি ও সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামীকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তারকৃতরা হলেন ইসমাইল প্রকাশ রাজিব (৩০) ও মনিরুজ্জামান প্রকাশ আরমান (২৮)। তাদের দুইজনেরই বাড়ি সন্দ্বীপে।


সীতাকুণ্ডের থানার ওসি ইফতেখার হাসান বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড স্টেশন এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।   তাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হবে।

সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন শিকদার বাংলানিউজকে জানান, গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধেই সন্দ্বীপ থানায় চাঁদাবাজি, সংঘর্ষসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad