ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লাইটারেজ জাহাজে কোয়ার্টার মাস্টারের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
লাইটারেজ জাহাজে কোয়ার্টার মাস্টারের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম: বন্দরের বহির্নোঙ্গরে এ বি এম আফসার উদ্দিন-২ নামে একটি লাইটারেজ জাহাজে এক কোয়ার্টার মাস্টারের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।



নিহতের নাম পিটুল গাজী (৩৫)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার দুর্গাপুর গ্রামের বেলায়েত হোসেন গাজীর পুত্র।


মাদার ভ্যাসেল সামিয়া জিরোর ইনচার্জ মাস্টার মো. রেজাউল কবির বাংলানিউজকে জানান, বহির্নোঙ্গরে জাহাজটি ঘুরানোর সময় পিটুল কেবিনের মেঝেতে পড়ে যান।

এসময় তার মাথা ও চোখের উপর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনাটি প্রথম দিকে কারো নজরে আসেনি।

তিনি বলেন, দুর্ঘটনাটি নজরে আসার পর ওই জাহাজ থেকে আমাকে ১৫ নম্বর ঘাটে অপেক্ষা করতে বলা হয়।   ঘাট থেকে আহত পিটুলকে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, একটি জাহাজের কোয়ার্টার মাস্টারকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনি মাথা ঘুরে কেবিনের মেঝেতে পড়ে গেছেন বলে জাহাজের কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।