ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ব আলোকচিত্র দিবস

আলোকচিত্র হোক আলোকবর্তিকা

লেখা ও ছবি: সোহেল সরওয়ার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
আলোকচিত্র হোক আলোকবর্তিকা হাজার প্রদীপ জ্বালিয়ে পাহারিদের প্রার্থনা। ছবিটি বান্দরবান থেকে তোলা

ছবি কথা বলে- এ ভাষ্য নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। তবে কথা বলানোর কঠিন কাজটি করতে হয় আলোকচিত্রীকে।

ছবি তাদের কাছে প্রিয় সন্তানের মতো যত্ন-মমতায় লালিত। ছবি বিশ্বের অন্যতম প্রামাণ্য দলিলও বটে।
তাই বহু আলোচিত-সমালোচিত রটনা-ঘটনার নায়কও ছবি।

যারা ছবি ভালোবাসেন, ছবি তুলতে পছন্দ করেন, পেশাদার আলোকচিত্রী হিসাবে কাজ করছেন সবার জন্য রয়েছে একটি বিশেষ দিন। সৃজনশীল এ কাজটি যারা করেন তাদের উদযাপনের সেই বিশেষ দিনটি ১৯ আগস্ট।

১৮৩৯ সালকে মূলত আলোকচিত্রের বর্ষ হিসেবে গোনা হয়। ওই বছরই মূলত জোসেফ নিসফোন নিপে ও লুইস ডাগুয়ের ফটোগ্রাফ্রি প্রসেস ডেভেলপ করেন।

ফ্রান্সের সায়েন্স একাডেমি ডাগুয়ের প্রসেসে ঘোষণা দেয়। পরবর্তীতে  চ‍ূড়ান্তভাবে ফ্রান্স সরকার এই প্রক্রিয়াকে ‘দ্য ইনভেনশন অ্যাস এ গিফট ফ্রি  টু দ্য ওয়াল্ড’ ঘোষণা করেন।

১৮৩৯ সালেই আরো একটি ফটোগ্রাফি প্রসেস ডেভেলপ করে উলিয়াম ফক্স টেলবট, যার নাম করা হয় ক্যালোটাইপ ফটোগ্রাফি প্রসেস। এ কারণেই ১৮৩৯ সালকে ফটোগ্রাফি বর্ষ বলা হয়।

একাদশ শতাব্দীতে আরবের জ্যোর্তিবিদ ইবনে আল হাইতাম এর ক্যামেরা তত্ত্ব আবিষ্কার থেকে শুরু করে ১৮২৬ সালে ফ্রান্সের যোসেফ নিসফোর নিপে প্রায় ৮ ঘণ্টা ধরে এক্সপোজার দিয়ে ছবি তৈরি করেন। পরবর্তীতে ১৮২৭ সালে লুই জ্যাকুজে ছবি তৈরি করেন ৫ থেকে ৪০ মিনিটে। জার্মানির জ্যোর্তিবিদ জন হারসেলের লেখা চিঠিতে ফটোগ্রাফি শব্দটি ব্যবহার করা। ১৮৭৮ সালে চার্লস বেনেট জিলেটিনের সাহায্যে ফ্লিম তৈরি করেন।

১৮৮৮ সালে জজ ইস্ট প্রথম কোডাক ক্যামেরার প্রচলন করেন। পরে কালার ফ্লিম, কালার পেপার, বিভিন্ন ধরনের ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা আবিষ্কৃত হয়।

একনজরে দেখা নেওয়া যাক কিছু আলোকচিত্র

ট্রেনে কাটা পরে এক পা হারালেও জীবন যুদ্ধে হারতে নারাজ রবিউল। ছবিটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে তোলা।

খাবারের সন্ধানে শিকারি কাঠবিড়ালি। ছবিটি সি আর বি থেকে তোলা।

পাহাড়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী জুম চাষ। ছবিটি বান্দরবান থেকে তোলা।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলী খেলা। ছবিটি লাল দীঘির মাঠ থেকে তোলা।

অপরূপ চট্টগ্রাম। ছবিটি চট্টগ্রামের কর্ণফুলি সেতু থেকে তোলা।

সবুজ পাহাড় আর নদীর মিতালী। ছবিটি সিলেটের জাফলং থেকে তোলা।

সন্ধ্যায় নীড়ে ফেরা। ছবিটি চট্টগ্রামের জিলাপি পাহাড় থেকে তোলা।

সন্ধ্যার হাতছানি। ছবিটি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তোলা।

আগুনের ফুলকি। ছবিটি চট্টগ্রামের নাসিরাবাদ রেলওয়ে কারখানা থেকে তোলা।  

হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী দিল্লি জামে মসজিদ। ছবিটি ভারতের দিল্লি থেকে তোলা।

ভারতের দিল্লিতে অবস্থিত কুতুব মিনার।
 


ভালবাসার নিদর্শন পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। ছবিটি ভারতের আগ্রা থেকে তোলা।  



মোগল মুসলিম শাসকদের শেষ নিদর্শন আগ্রা ফোট। ছবিটি ভারতের আগ্রা থেকে তোলা।  

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।