ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খুলশীতে ভিওআইপি ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
খুলশীতে ভিওআইপি ব্যবসায়ী আটক

চট্টগ্রাম: নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে দুইজনকে ‌আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে ৩৬ টি সিম ও ২ টি ল্যাপটপ জব্দ করা হয়।



মঙ্গলবার রাত দেড়টার দিকে র্যাবের একটি দল এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকার মো. মফিজুর রহমানের পুত্র মো. কামাল হোসেন (৩৬) এবং একই উপজেলার হাইদচকিয়া এলাকার মৃত নুরুল আফছারের পুত্র জুনায়েদ আলম চৌধুরী (৩৬)।


র্যাব ৭ এর সহকারী পরিচালক শাহেদা সুলতানা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল দক্ষিণ খুলশীর সি ব্লকের একটি ফ্ল্যাট থেকে তাদের আটকের পর বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ভিওআইপি সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ১৬ হাজার টাকা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad