ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ দুইযাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
চট্টগ্রামে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ দুইযাত্রী আটক ছবি:ফাইল ফটো

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন হেলাল উদ্দিন ও নুরুল আজিজকে আটক করা হয়। এদের মধ্যে আজিজ জেলার রাউজান উপজেলা এবং হেলাল নগরীর ‍চান্দগাঁও এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (বিমানবন্দর) মশিউর রহমান মন্ডল জানান, লাগেজের চারপাশে পাতের মতো করে সাজিয়ে স্বর্ণগুলো নিয়ে আসা হয়। পাতের উপরে রূপালী রং লাগানোয় প্রথমে স্বর্ণ কিনা সন্দেহ ছিলো। পরীক্ষা নিরীক্ষার পর এগুলো সোনা বলে নিশ্চিত হওয়া গেছে। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০০৪২ ঘন্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।