ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ফরমালিন বিরোধী অভিযান, ৪ দোকানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
সীতাকুণ্ডে ফরমালিন বিরোধী অভিযান, ৪ দোকানকে জরিমানা

চট্টগ্রাম: সীতকুণ্ড উপজেলার পৌরসদর বাজারে ফরমালিনযুক্ত ফল ও মাছ বিক্রির অভিযোগে চার দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ পদক্ষেপ নেন।



অভিযানে অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার,স্যানিটেশন ইন্সপেক্টর মো. জাহেদুল হক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সীতকুণ্ড থানার উপ-পরিদর্শক মো. রেজাউলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহীন ইমরান জানান, ফরমালিনযুক্ত ফল বিক্রির অপরাধে তিন বিক্রেতা ও এক মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ফরমালিনযুক্ত ফল ধ্বংস করা হয়।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।