ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘খেলাঘরকেই তৈরি করতে হবে নীতিবোধসম্পন্ন নাগরিক’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৪
‘খেলাঘরকেই তৈরি করতে হবে নীতিবোধসম্পন্ন নাগরিক’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।

‍এম এ সালাম বলেন, সমাজের সর্বক্ষেত্রে অবক্ষয় রোধে নৈতিক শিক্ষা খুবই জরুরি ।
রাজনীতি,ব্যবসা,শিক্ষাসহ সবক্ষেত্রে নৈতিকতার চর্চাটাই প্রধান বিষয়। সবক্ষেত্রে নৈতিকতার চর্চা করতে হবে আর এ চর্চা শুরু করতে শৈশব, কৈশোরকাল থেকেই।

তিনি বলেন, খেলাঘরের রয়েছে দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ইতিহাস। বিজ্ঞানমনষ্ক এবং নৈতিকতাবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। খেলাঘরকেই নীতিবোধসম্পন্ন নাগরিক তৈরির দায়িত্ব সর্বাগ্রে পালন করতে হবে।

খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ আবু সাঈদ ও প্রকৌশলী দেলোয়ার মজুমদার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ।

অধ্যাপক বিপ্লব বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, প্রকৌশলী রথীন সেন, নারীনেত্রী মাজেদা বেগম শিরু, কেন্দ্রীয় সংগঠক রেজাউল কবির, আশীষ ধর, প্রদীপ ভট্টাচার্য, মো.সিরাজুল হক বাদশা, ওসমান গনি চৌধুরী বাবুল, এডভোকেট বিধান কুমার বিশ্বাস, ইমাম হোসেন স্বপন, প্রবীর দাশ পুজন, তরুন সেনগুপ্ত, আবুল ফজল বাবুল, ডা. অজিত দেব, শৈবাল আদিত্য, সুবিমল ঘোষ, অধ্যাপক এ বি এম আবু নোমান, নাছির উদ্দিন, নিহারেন্দু বড়‍ুয়া, কাউসার ফারুক, লিটন কুমার শীল, আহমেদ হোসেন, ফয়েজুল আবেদীন, বিধান রক্ষিত, জুয়েল চৌধুরী, বিকাশ ধর, সজীব নাথ এবং ইসমত আরা দিলশাদ।

সম্মেলনে জেলা কমিটির আওতাধীন ২৭ টি শাখা আসরের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশ নেন। বিকেলে সাংগঠনিক অধিবেশনে শোক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুন ২১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।