ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে আবারো অবরোধের হুমকি ছাত্রলীগের

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৪
চবিতে আবারো অবরোধের হুমকি ছাত্রলীগের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম : আগামী ২৮ মে’র মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক নাছির হায়দার করিম বাবুলের উপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ আট দফা দাবি মেনে নেওয়া না হলে আবারো অবরোধ পালন করা হবে হুমকি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ।

শুক্রবার বিকালে নগরীর ষোলশহর রেল স্টেশন চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এ হুমকি দেন।



সমাবেশে বক্তারা বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আমরা গত ১৩ মে অবরোধ কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত দাবি পূরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন দৃশ্যমান উদ্যোগ দেখতে পাইনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৮ মে এর মধ্যে দাবি পূরণে অঙ্গীকারবদ্ধ। এর মধ্যে দাবি পূরণ হলে আবারো লাগাতার অবরোধ চলবে। ’

বক্তারা বলেন, ‘প্রশাসন আমাদেরকে আশ্বাস দেওয়ার পরও নাসির হায়দারের উপর হামলাকারিরা ছাত্রলীগের নামে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে। ’

সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হক, সহ-সভাপতি অমিত কুমার বসু, সহ-সভাপতি এ.এম শাহাদাত হোছাইন (জুয়েল), মাহফুজুর রহমান, ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন, রাকিব সরওয়ার, মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক, রাজীবুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এস.এম. আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৯৪০ ঘন্টা,২৩ মে,২০১৪।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad