ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চ্যানেল আই সেরাকন্ঠের অডিশন শুক্রবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ২২, ২০১৪
চট্টগ্রামে চ্যানেল আই সেরাকন্ঠের অডিশন শুক্রবার

চট্টগ্রাম: ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪ এর চট্টগ্রাম বিভাগের প্রাথমিক অডিশন আগামীকাল শুক্রবার নগরীর এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে নিবন্ধনকৃত প্রতিযোগীদের সকাল ৯টায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।



অডিশনে দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকাররা চট্টগ্রাম বিভাগের সেরা ২০ প্রতিযোগীকে বাছাই করবেন।

পরদিন শনিবার বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপুর উপস্থিতে বাদ্যযন্ত্রের সাথে ঐ সেরা ২০ থেকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট ৫ জনকে ‘মুভ টু গ্র্যান্ড অডিশন’ এর কার্ড  ও মেডেল দেওয়া হবে।
পরে, তারা গ্র্যান্ড অডিশনের হয়ে মূল পর্বের জন্য লড়বেন।

এর আগে রংপুর ও সিলেট বিভাগের অডিশন সম্পন্ন হয়েছে। সেখান থেকে মোট ১৬ জন প্রতিযোগী গ্র্যান্ড অডিশনের কার্ড পেয়েছেন।

ইজাজ খান স্বপন এর পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইতে প্রতি শুক্র ও মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৪ এর প্রচার শুরু হবে। অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সিজিল মির্জা।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।