ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউএনও’র কার্যালয় থেকে নথি চুরি, তিন মাসের কারাদন্ড

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
ইউএনও’র কার্যালয় থেকে নথি চুরি, তিন মাসের কারাদন্ড

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় থেকে গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগে মো. দিদার (৪০) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দন্ডবিধির ১৮৬ ধারায় উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান পান্না এ দণ্ড দেন।

দিদার পৌরসভার আলীপুর গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র।  

ইসরাত জাহান পান্না বাংলানিউজকে বরেন, কিছুদিন আগে দিদারের ভাইকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল।
  বৃহস্পতিবার সে অফিস ছুটির আগে এ বিষয়ে কথা বলতে উপজেলা কার্র্যালয়ে আসেন।

এসময় অফিসে লোকজনের উপস্থিতি না দেখে গুরুত্বপূর্ণ নথি চুরি করে পালাতে চেষ্টা করে। এ সময় অফিসের কর্মচারীরা তাকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।