ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে স্বর্ণের বারসহ মায়ানমারের নাগরিক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ৬, ২০১৪
চট্টগ্রামে স্বর্ণের বারসহ মায়ানমারের নাগরিক আটক ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ মায়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মো.ছালাম (৪০) নামে মায়ানমারের ওই নাগরিককে আটক করেছে পুলিশ।

ছালামের জুতার ভেতরে তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করে পুলিশ।

বাকলিয়া থানার ওসি মো.মহসিন বাংলানিউজকে বলেন, ছালাম মায়ানমারের পাসপোর্টধারী।
২ মে টেকনাফের ইমিগ্রেশন দিয়ে ছালাম বাংলাদেশে প্রবেশ করেন।

মঙ্গলবার সকালে শাহ আমানত সেতু এলাকায় ছালাম সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশ তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে মায়ানমারের নাগরিক বলে পরিচয় দিয়ে পাসপোর্ট প্রদর্শন করে।

এরপর পুলিশ ইয়াবা ব্যবসায়ী ভেবে শরীর তল্লাশি চালায়। জুতার ভেতরে তল্লাশি চালাতে গিয়ে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়।

ছালামকে আটক করে বাকলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।

ওসি মো.মহসিন বাংলানিউজকে বলেন, ছালাম জানিয়েছে, সে স্বর্ণের বারগুলো নিয়েই বাংলাদেশে এসেছে। শাহ আমানত সেতু এলাকায় তার কাছ থেকে একজনের এসে বারগুলো নিয়ে যাবার কথা ছিল। তবে এর আগেই ছালাম ধরা পড়ে গেছে।

ওসি জানান, আটক করা স্বর্ণের বারের ওজন প্রায় এক কেজি এবং দাম আনুমানিক ৫০ লক্ষ টাকা।

ছালাম মায়ানমারের মংডু প্রদেশের ফাইভ কোয়ার্টার এলাকার মৃত হারছু মিয়ার ছেলে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১১০ঘণ্টা, মে ০৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।