ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বলী খেলায় দর্শকের ছোড়া পাথরে সাংবাদিক আহত

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
বলী খেলায় দর্শকের ছোড়া পাথরে সাংবাদিক আহত আমিনুল ইসলাম মুন্না

চট্টগ্রাম: চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক জব্বারের বলি খেলায় উশৃঙ্খল দর্শকদের ছোড়া পাথরে আহত হয়েছে দৈনিক ‍আজাদীর ফটো সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না। শুক্রবার বিকেলে সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খেলায় আগত প্রতিযোগীদের নিরাপত্তার জন্য মাঠের চারিদিকে বেষ্টনি দেওয়া হয়। বলি খেলা চলাকালীন সময় কিছু দর্শক বেষ্টনি ভেঙ্গে ভিতরে প্রবেশ করতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।


এসময় বিক্ষুব্ধ দর্শকরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও জুতা নিক্ষেপ করে। এক পর্যায়ে উশৃঙ্খল দর্শক নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

এসময় ছবি তুলতে গিয়ে দর্শকের ছোড়া পাথরে আহত হন ফটো সাংবাদিক মুন্না। পরবর্তীতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আ জ ম নাছির উদ্দিন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মুন্নাকে উদ্ধার করে মাঠে অবস্থিত মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।