ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনায় পমি আক্তার(৯) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যু যন্ত্রণায় কাতরানোর পর শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজনের মৃত্যু হয়।

নিহত পমি আক্তার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামের আমানবাজারের টিলাপাড়া এলাকার মোহাম্মদ শফির মেয়ে।
একই ঘটনায় সুমি আক্তার নামে আরো একজন চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

চমেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মিশমা ইসলাম বাংলানিউজকে বলেন,‘আগুনে পমির শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশংকাজনক ছিল। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। ’

গত ১৭ মার্চ দুবাই ফেরত মোহাম্মদ শফি নামের এক ব্যক্তিকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে শফির মা চেমন আরা বেগম (৬০), শাশুড়ি হালিমা খাতুন (৬০) ও তার ভাবি পারভীন আক্তার (৩০) নিহত হন।

বাংলাদেশ সময়: ১১০৮ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।