ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৮ দোকান-অফিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৮ দোকান-অফিস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরে আগুনে ৭টি সেমিপাকা দোকান ও একটি অফিস পুড়ে গেছে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



চট্টগ্রাম নগরীর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর প্রহ্লাদ সিংহ বাংলানিউজকে জানান, শনিবার ভোর ৫টা ২০ মিনিটে একটি চায়ের দোকানের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


আগুনে জয়নাল আলম মেম্বারের ডেকোরেশনের দোকান, ইউছুপ সওদাগরের পান দোকান, জানে আলমের ফার্নিচারের দোকান, সেলিম সওদাগরের চা দোকান, হাজী মো.আইয়ূব আলীর বইয়ের দোকান, সীমান্তের কামারের দোকান, মো.তারেকের ফলের দোকান এবং দলিল লেখক গোলাম মুন্সির অফিস পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০৫০ঘণ্টা, মার্চ ২২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।