ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাছে ফরমালিন:

দুই বিক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
দুই বিক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা ছবি : ফাইল ফটো

চট্টগ্রাম: নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ৪০০ কেজি ফরমালিনযুক্ত মাছ আটক করেছে চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর। এসময় দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।



শুক্রবার অভিযান চালিয়ে এসব মাছ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুল ইসলাম।


জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ও জাহেদ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

প্রভাতী দেব বলেন, সামুদ্রিক মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া যাওয়ায় ৪০০ কেজি মাছ আটক করা হয়। হোসেন আহমদ ও নজির আহমদ নামে দুই বিক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।