ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাহে ভান্ডারের উদ্যোগে ১১তম মহাত্মা সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
রাহে ভান্ডারের উদ্যোগে ১১তম মহাত্মা সম্মেলন অনুষ্ঠিত ছবি : ফাইল ফটো

চট্টগ্রাম: প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহাত্মাদের আত্মার আত্মসংলাপ বিষয়ক অনুষ্ঠান ‘মহাত্মা সম্মেলন-২০১৪’।

শুক্রবার রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফ এর উদ্যোগে নগরীর স্টুডিও থিয়েটারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



মাওলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ এর সভাপতিত্বে সম্মেলনের মূল আলোচনায়  প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারস্থ গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন শাহছুফী ছৈয়দ ওসমান কাদের পিন্টু মিয়া মাইজভান্ডারী। অতিথি আলোচক ছিলেন  ছৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভান্ডারী, ছৈয়দ নজরুল হুদা মাইজভান্ডারী এবং ছৈয়দ নাজিম উদ্দিন মাইজভান্ডারী।


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক মাসুম চৌধুরী, লোক সঙ্গীত শিল্পী আব্দুল গফুর হালী প্রমুখ।

সম্মেলনে প্রতিবারের মতো এবারও ৮ গুণীজনকে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন শাহছুফী ছৈয়দ মোঃ ইউছুফ শাহ, মোঃ হাফিজুল ইসলাম, ডঃ সেলিম জাহাঙ্গীর, ডাঃ শেখ শফিউল আজম, এস বি এম আবুল কাশেম, সৈয়দ মহিউদ্দিন, আহমদ নবী আমিরী কাওয়াল এবং মো. আবুল বশর।

সম্মেলন উপলক্ষে এছাড়াও আর্তমানবতার সেবায় রক্তদান কর্মসূচি, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও ছেমা মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad