ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রের মোটরসাইকেল চুরি

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
চবি ছাত্রের মোটরসাইকেল চুরি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মো: রাশেদুল আলম জিসান নামে এক ছাত্রের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট সংলগ্ন নাছির ভবনের নীচ তলা থেকে মোটর সাইকেলটি চুরি হয়।

তবে শুক্রবার বিকেলে হাটহাজারী থানায় অভিযোগ করা হয়।

চবি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রাশেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।


রাশেদ বাংলানিউজকে বলেন, বাড়ির সামনে রাখা মোটর সাইকেলটি গেইটের তালা কেটে নিয়ে যায়। চুরি হওয়া মোটর সাইকেলটি ইয়ামাহা ফেজার ১৫৩ সিসি (যাহার রেজি নং চট্টমেট্টো ল-১১-৮৭০৬)।

হাটহাজারী থানার ওসি মো.ইসমাইল বাংলানিউজকে বলেন, মোটর সাইকেল চুরির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

প্রসঙ্গত বিগত কয়েকমাস ধরে হাটহাজারী ফতেপুর, চৌধুরী হাট, বড়দিঘীরপাড়ের বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল, সি এন জি চালিত অটোর রিকসাসহ বেশ কয়েকটি গাড়ী চুরির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়:২১১০ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।