ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অক্সিজেনে নির্মানাধীন ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
অক্সিজেনে নির্মানাধীন ভবনে আগুন

চট্টগ্রাম: বায়েজিদ থানার অক্সিজেন গ্রিনভিউ আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।



আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৮টি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হচ্ছে। ’

ঘটনাস্থলে থাকা বেসরকারী ইউআইটিএস’র শিক্ষার্থী শরীফ মাহমুদ চৌধুরী বাংলানিউজকে জানান, ‘ভবনটি নির্মাণাধীন হলেও নিচতলায় কয়েকটি পরিবার বসবাস করে। দুইতলা এবং তিনতলায় কিছু ঝুট কাপড় রাখা হয়। সেখানেই প্রথম আগুন লাগে। ’

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad