ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাকতাইয়ে আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
চাকতাইয়ে আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান

চট্টগ্রাম: চাকতাইয়ের নজুমিয়া মসজিদ গলি এলাকায় আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান।

শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



লামার বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজায়ে রাব্বী বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নন্দন কানন, লামার বাজার ও চন্দনপুরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি ঘটনাস্থলে যায়।
পরে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ‘অগ্নিকান্ডে ১১টি চটের গুদাম, ২টি ভুসির দোকান ও ১টি তেলের দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে পনের লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।