ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় কোস্টগার্ড জাহাজ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় কোস্টগার্ড জাহাজ

চট্টগ্রাম: বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় কোস্টগার্ড জাহাজ ‘ভজরা’। একইসঙ্গে জাহাজটির অধিনায়ক জে এস রণধাওয়া’র নেতৃত্বে ১৭ জন কর্মকর্তা, ৯৫ জন নাবিক এবং ৩ জন বেসামরিক কর্মকর্তা বাংলাদেশে শুভেচ্ছা সফর করছেন।



বৃহস্পতিবার সকাল ১১টায় ভারতীয় কোস্টগার্ড জাহাজটি চারদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় কোস্টগার্ডের জাহাজটি পারাদ্বীপ ছেড়ে বাংলাদেশে এসেছে।
সফরকালীন সময় দু’দেশের কোস্টগার্ডের মধ্যে বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচী নির্ধারিত আছে।

এছাড়া নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা ভারতীয় জাহাজ পরিদর্শন করবেন।

কোস্টগার্ড কর্মকর্তারা এ সফরের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে দু’দেশের যৌথ অংশগ্রহণে চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার হবে বলে মনে করছেন। এছাড়া পারস্পরিক সম্পর্কও বাড়বে বলে মনে করছেন কোস্টগার্ড কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ২০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।