ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জামিয়া মাদানিয়ায় দুইদিনব্যপী সম্মেলন শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
চট্টগ্রামে জামিয়া মাদানিয়ায় দুইদিনব্যপী সম্মেলন শুরু

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়ার দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে।

বাদ জোহর থেকে জামিয়া ময়দানে এ সম্মেলন শুরু হয়।

এ উপলক্ষে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, ছাত্র ও তৌহিদী জনতার উপস্থিতিতে সরব হয়ে উঠেছে মাদ্রাসা প্রাঙ্গন।

সম্মেলনেরে প্রথম দিনের আলোচনায় অংশ নিয়ে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামরা আল্লাহর নৈকট্য লাভের নানা হাদিস তুলে ধরেন।
এ সময় তারা বলেন,মহান আল্লাহ তা’লার নৈকট্য লাভের জন্য সীরাতে মুত্তাক্বীমের উপর অটল ও অবিচল থাকতে হবে।

সীরাতে মুত্তাক্বীমার ব্যখ্যায় ওলামায়ে কেরামরা বলেন, নবীদের পথ, শহীদদের পথ ও নেককারদের পথ। যার সারাংশ হলো হক্কানী ওলামাদের পথ। তাদের সঙ্গে সম্পর্ক রেখে ধর্মীয় অনুশাসন মেনে চললেই শুধু আখেরাতে মুক্তি সম্ভব।

কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জামিয়া প্রধান ও দেশের প্রথ্যাত মুফতি আল্লামা আব্দুর রহমানের (দা.বা.) সভাপতিত্বে সম্মেলনের প্রথমদিনে জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্টাতা পরিচালক আল্লামা সুলতান নদভী, চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক যুক্তিবাদী বক্তা আল্লামা মুফতি আজিজুল হক আল-মাদানী, আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আখতার হোসাইন, হাটহাজারী মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নুমান ফয়েজী, ফটিকছড়ি আমতলী মাদ্রাসার পরিচালক মাওলানা আনওয়ার, কক্সবাজারের আল-জামিয়াতুল এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর সিনিয়র মুহাদ্দিস মুফতি মাওলানা হাফেজ এমদুল্লাহ এবং ঢাকার মোহাম্মদপুরের মুফতি মিজান।

সম্মেলন শুক্রবার মধ্য রাত পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।