ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেষ হলো রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
শেষ হলো রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ রেলওয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন রেলপথ মন্ত্রনালয়ের সচিব আবুল কালাম আজাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন রেলের মহাপরিচালক মো: তাফাজ্জল হোসেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহমদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রেলের ক্রীড়া নিয়ন্ত্রক বোর্ডের সাধারণ সম্পাদক একেএম মাহবুব-উল আলম।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেলের মহাপরিচালক (অবকাঠামো) আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহ জহিরুল ইসলাম, জিএম (পুল) মোজাম্মেল হক, জিএম (রিফর্ম আবদুল আওয়াল ভূইয়া, পশ্চিমাঞ্চলের জিএম ফেরদৌস আলম, পূর্বাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-অতিরিক্ত দায়িত্ব) জোবেদা আকতার, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমানসহ রেলের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন ইভেন্টে ৮টি দলের মধ্যে ১৩৬ জন খেলায় অংশ গ্রহণ করেন। এর আগে  বুধবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।