ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাথুসের একই অজুহাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
ম্যাথুসের একই অজুহাত

চট্টগ্রাম: সাঙ্গাকারার চার’শ রানের রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে তোলা।

ঢাকা টেস্টে বিশাল ব্যবধানে হারানোর পর চট্টগ্রাম টেস্টে ম্যাচ ড্র’তে লংকানদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। এর আগেও লংকানদের বিপক্ষে মাত্র একটি টেস্ট ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ।
কিন্তু দু’বারই লংকান অধিনায়কের অজুহাত একই। সব দোষ ওই ‘উইকেট’র।

চট্টগ্রাম টেস্ট শেষেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস বললেন,‘এই উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। এটি ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্যে। সত্যি আমরা ম্যাচ জিততে না পেরে হতাশ। ’

একই কথা ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে ড্র করে বলেছিলেন লংকান অধিনায়ক। বলেছিলেন, ‘আমি গলে এমন উইকেট কখনো দেখিনি। ’
 
টাইগাররা জয়ের চেষ্টা না করায় বিস্ময় প্রকাশ করে লংকান এ অধিনায়ক বললেন,‘তাদের ৯৮ ওভারই ব্যাট করে জেতার সুযোগ ছিল। কিন্তু তারা সে চেষ্টা করেনি। আমরা কিন্তু জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। ’

টেস্টে রানের পাহাড় গড়লেও টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ মনে করছেন লংকান অধিনায়ক। বললেন,‘ঢাকা টেস্টের চেয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এমনিতেই বাংলাদেশ সীমিত ওভারের খেলায় অনেক শক্তিশালী। তাছাড়া তারা ঘরের মাঠে খেলছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আমরা সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ২১০৭ঘণ্টা, ফেব্রুয়ারী ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।