ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে বাধা

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার মদুনাঘাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বাধার সম্মুখিন হয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা। শুক্রবার সকালে মদুনাঘাট বাজারে এ ঘটনা ঘটে।


 
এসময় উত্তেজিত জনতা জেলা মৎস্য কর্মকর্তার গাড়ী ভাংচুর করে। পরে হাটহাজারী থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না ও জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী হালদা নদীতে অভিযানে যাওয়ার সময়  মদুনাঘাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।

তবে বাজার ব্যবসায়ীদের অভিযোগ ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করায়  ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাকবিতন্ডা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা বাধা দেয়ার চেষ্টা করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইসমাইল বলেন, উচ্ছেদ অভিযানে গেলে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসরাত জাহান পান্না বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের হালদা নদীতে অভিযানে যাই। কয়েকমাস পূর্বে মদুনাঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। শুক্রবার সেখানে গিয়ে দেখা যায় পুনরায় অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে।

বাংলাদেশ সময়:২২৩১ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad