ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘দেশরক্ষা মঞ্চ’ তৈরির ঘোষণা হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
‘দেশরক্ষা মঞ্চ’ তৈরির ঘোষণা হেফাজতের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশের বর্তমান সংকট উত্তরণে প্রধান দুই রাজনৈতিক দলকে চাপ সৃষ্টি করতে ধর্ম ভিত্তিক দলগুলো নিয়ে ‘দেশরক্ষা মঞ্চ’ তৈরির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।    

অবিলম্বে দুই দল সমঝোতায় না আসলে এই মঞ্চ থেকে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান সংগঠনটির নেতারা।



বুধবার বিকেল তিনটায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর আল্লামা আহমদ শফী।


বৈঠকে উপস্থিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামীবাদী বাংলানিউজকে বলেন,‘কয়েক দিনের মধ্যেই এ মঞ্চ করা হবে। ’

তবে বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টায় হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের জানান,আগামী শুক্রবার সারা দেশে দোয়া দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া জানুয়ারিতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শানে রেসালত সম্মেলনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এর নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।


জানুয়ারিতে জেলা উপজেলা পর্যায়ে শানে রেসালাত সম্মেলনের বিষয়ে আলোচনা হলেও নির্দিষ্ট কোন তারিখ নির্ধারণ করা হয়নি।

কর্মসূচি নির্ধারণ করতে কেন্দ্রীয় কমিটি আবারো বৈঠকে বসবেন বলে জানান তিনি।

জুনায়েদ বাবুনগরী বলেন,‘কর্মসূচির তারিখ ঠিক করতে সংগঠনের নেতাদের নিয়ে আবারো বৈঠকে বসা হবে। ’

বৈঠকে ঢাকার শাপলা চত্বরে মহাসম্মেলনে বাধা দেয়ায় সরকারের সমালোচনা করেছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।

বৈঠকে সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা শামসুল আলম, ঢাকা মহানগর ‍আমীর নুর হোসেন কাশেমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।